ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মখালি। ওই সংস্থার একটি গবেষণা প্রকল্পে অর্ধ দক্ষ কর্মী (সেমি স্কিলড ওয়ার্কার) নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে ইসরো অধীনস্থ ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি আর্থিক অনুদান দিয়েছে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের গবেষণার জন্য নমুনা সংগ্রহের কাজে দক্ষতা থাকা প্রয়োজন। কারণ উল্লিখিত পদে নিযুক্তকে জল এবং অন্য সেডিমেন্ট স্যাম্পল এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হবে। পাশাপাশি, ওই সমস্ত নমুনা গবেষণাগারে প্রসেসিং-এর কাজও নিযুক্তকেই করতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ১২,৯৯০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আলাদা করে তাঁদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে না।
১৯ জানুয়ারি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ে যোগ দেওয়ার সুযোগ পাবেন। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সংশ্লিষ্ট পদে কাজ শুরু হবে ১ ফেব্রুয়ারি।