স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গবেষণার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ওই সংস্থার সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়ের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
ন্যাচরাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের এনভায়রমেন্টাল সায়েন্স, ইকোলজি, ওয়াইল্ডলাইফ বায়োলজি অ্যান্ড কনজ়ারভেশন নিয়ে স্পেশালাইজ়েশন থাকলে ভাল। এ ছাড়াও মিষ্টি জলের জীববৈচিত্র্য নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। নিযুক্ত ব্যক্তি কৃষ্ণা নদীর ভীমা অববাহিকার জীববৈচিত্র্য নিয়ে কাজের সুযোগ পাবেন। মোট তিন মাসের চুক্তিতে কাজ চলবে, পরে ওই মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের কী কী নথি সঙ্গে রাখা প্রয়োজন, সেই সমস্ত তথ্য জানতে আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। ৪ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে।