কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর তরফে বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইসিসিআরের তরফে। বিদেশে বিভিন্ন ভারতীয় মিশন বা ভারতীয় সংস্কৃতি কেন্দ্রের জন্য কর্মী প্রয়োজন। সেই জন্য স্বল্পমেয়াদি চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন করতে হবে।
আইসিসিআরের তরফে বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে— টিচার্স অফ ইন্ডিয়ান কালচার (টিআইসি), টিচার কাম পারফরমার এবং হিন্দি টিচার পদে। টিচার কাম পারফরমার পদে কত্থক, ভারতনাট্যম, কুচিপুরি, ওড়িশি নৃত্য, কার্নাটিক ভোকাল, হিন্দুস্তানি ভোকাল এবং তবলা ক্ষেত্রে পারদর্শীদের নিয়োগ করা হবে। বিভিন্ন পদে প্রার্থীদের ১১ মাসের জন্য নিয়োগ করা হবে। প্রতি পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
আরও পড়ুন:
-
কল্যাণীর এমসে আইসিএমআরের প্রকল্পে দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ, শূন্যপদ ক’টি?
-
প্রকাশিত হল সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ, পরীক্ষা চলবে ৫৫ দিন
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষক নিয়োগ, শূন্যপদ ক’টি?
-
কেন্দ্রীয় সংস্থা বেসিলে উচ্চপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন?
-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জ়ুলজি বিভাগে গবেষক নিয়োগ, শূন্যপদের সংখ্যা কত?
বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট পেশাদারি অভিজ্ঞতা থাকাও প্রয়োজন, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা এবং মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৭ ডিসেম্বর। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউ এবং পারফরমেন্স টেস্টের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি, নিযুক্তদের বেতন কাঠামো-সহ অন্যান্য বিষয় জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।