সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই পদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি) কর্মী নিয়োগ করবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে প্রতিষ্ঠানের গান্ধীনগরের ক্যাম্পাসে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি সংস্থায় আর্কাইভে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
স্কিল টেস্ট বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের আলাদা করে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। তবে এর জন্য আলাদা করে আবেদনমূল্য ধার্য করা হয়নি। আবেদনের শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (iift.ac.in) মারফত দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ১৫ জুলাই।