টেকনিশিয়ান-সহ একাধিক পদে কর্মখালি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম (এনসিএসএম)-এর অধীনস্থ সায়েন্স সেন্টারে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ সাতটি।
এগজ়িবিশন অ্যাসিস্ট্যান্ট, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে রসায়ন, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, জ়িয়োলজি, অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, ভিস্যুয়াল আর্টস, ফাইন আর্টস, কমার্শিয়াল আর্টস কিংবা সমতুল বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
অফিস অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান পদে দশম এবং দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উল্লিখিত পদে নিযুক্তদের সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল ২ এবং ৩ অনুসারে প্রতি মাসের বেতন দেওয়া হবে।
অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। কী ভাবে আবেদন করবেন, তা জানতে হলে এনসিএসএম-এর ওয়েবসাইটে (ncsm.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।