একাধিক বিভাগে শিক্ষাকর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। প্রতিষ্ঠানের তরফে পাঁচটি বিভাগে ছ’জন কর্মী প্রয়োজন।
ডেপুটি রেজিস্ট্রার:
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও অন্য যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীদের অন্তত পাঁচ বছর ফিনান্স এবং অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা চাই। তাঁদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা।
সিনিয়র টেকনিক্যাল অফিসার:
কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের লিন্যাক্স, উইন্ডোজ়-এর মতো সিস্টেম ইনস্টলেশন, মেনটেনেন্স, অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৫৫ বছরের মধ্যে হওয়া দরকার। বেতনক্রম ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা।
আরও পড়ুন:
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার:
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ফিনান্স, স্টোর অ্যান্ড পারচেজ়, অ্যাডমিনিস্ট্রেটিভ শাখায় অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার:
ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে অন্তত দু’বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ৫৫,৯৩২ টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট:
ফিনান্স বা অ্যাকাউন্টস বিষয়ে স্নাতক হয়েছেন; ট্যালি, জিএসটি জানেন— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। ৩৪,২৮৬ টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে পাবেন।
আগ্রহীদের ডাকযোগে কিংবা অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ২৫০ টাকা থেকে ২,০০০ টাকা। আবেদনের শেষ দিন ২৭ নভেম্বর। কী ভাবে যোগ্যতা যাচাই হবে, তা প্রতিষ্ঠানের ওয়েবসাইট মারফত জেনে নিতে পারবেন।