আইআইটি গুয়াহাটিতে ভূর্গভস্থ জলে নির্মাণকার্য সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ চলছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ওই কাজের জন্য মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণেরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
জুনিয়র রিসার্চ ফেলোর জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট ১১ মাসের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। অনলাইনে ১৪ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি, গুয়াহাটি।
তবে, তার আগে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শর্তাবলি জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iitg.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ১১ জুলাই।