পড়ুয়াদের কাজের পাশপাশি প্রশিক্ষণের সুযোগ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ পাবেন আগ্রহীরা।
বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস’-তরফে আয়োজিত প্রকল্পে কাজের জন্য ইন্টার্ন নেওয়া হবে। দু’মাস প্রকল্পটিতে কাজ শেখার সুযোগ মিলবে। অগস্ট এবং সেপ্টেম্বর। এই দু’মাস ৫ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য লাইফ সায়েন্সেস/বটানি/বায়োকেমিস্ট্রি/বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি এবং মলিকিউলার বায়োলজি-তে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে সুযোগ পাবেন আগ্রহীরা। ২৮ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য বিজ্ঞপ্তিটি দেখতে প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.presiuniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৬ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।