রাজ্য সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার নিয়োগ-বিজ্ঞপ্তিতে এর বিশদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের ডেন্টিস্ট্রি বিভাগে হাউসস্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ সাতটি।
উল্লিখিত পদে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তবে যাঁদের অন্তত এক বছর হাউসস্টাফ হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট ছ’মাসের চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি।
তবে, আগ্রহীদের আলাদা করে ১১ সেপ্টেম্বরের মধ্যে হাসপাতালের নির্দিষ্ট কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটি পূরণ করে পদপ্রার্থীদের জন্ম এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্র, জীবনপঞ্জি-সহ অন্য আনুষঙ্গিক নথি পাঠানো প্রয়োজন।
সংশ্লিষ্ট পদের জন্য ১৮ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন বেলা ১২টা ৩০ মিনিটের মধ্যে হাসপাতালের কার্যালয়ে পৌঁছনো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের নাম ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (ipgmer.gov.in) প্রকাশ করা হবে।