পণ্য পরিবহণ (লজিস্টিক্স) শিল্পের কদর বাড়ছে দেশে। ই-কর্মার্স সংস্থাগুলিতে কাজের পরিধির সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ক্রেতার সংখ্যাও। অনলাইন কেনাকাটার পরিধি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় গড়ে উঠছে লজিস্টিক্স হাব-ও। তাতে বিপুল সামগ্রীর আনাগোনা, মজুত, সেগুলিকে মোড়ক বন্দি করে তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজও সহজে কম সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব।
প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, এই শিল্পে দেশের অর্থনীতিতে লাভের অঙ্ক ১৯ হাজার কোটিরও বেশি। কেন্দ্রের তরফে সড়কপথে হাজার কিমির বিশেষ করিডর গড়ে তোলা হবে, যাতে পণ্য পরিবহন আরও দ্রুত সম্পূর্ণ হতে পারে। লজিস্টিক্স পার্ক গড়ে তোলার জন্য কলকাতা, দিল্লি, মুম্বই ছাড়াও চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, ইনদওর-এর মতো শহরকেও বেছে নেওয়া হচ্ছে। তৈরি করা হয়েছে গতিশক্তি বিশ্ববিদ্যালয়ও, যেখানে লজিস্টিক্স নিয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন আগ্রহীরা।
কী ভাবে শুরু করা যাবে?
লজিস্টিক্স, সাপ্লাই চেন নিয়ে দ্বাদশের পরই পড়াশোনার সুযোগ রয়েছে। স্নাতক স্তরে ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অফ কমার্স (বিকম) ডিগ্রি কোর্সের অধীনে ওই বিষয়গুলি নিয়ে পড়তে পারবেন। বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগের দ্বাদশ উত্তীর্ণেরা লজিস্টিক্স নিয়ে পড়ার সুযোগ পেয়ে থাকেন।
আরও পড়ুন:
স্নাতকোত্তর স্তরে লজিস্টিক্স অপারেশন, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন অ্যানালিটিক্স নিয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। এই বিষয়গুলির মাধ্যমে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি, তথ্য বিশ্লেষণ, বিভিন্ন ক্ষেত্রের পরিষেবার ধরন সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম নিয়ে কাজ করার কৌশল সম্পর্কিত বিষয় শেখানো হয়ে থাকে।
চাকরির সুযোগ:
আন্তর্জাতিক পণ্য পরিবহনের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে আঞ্চলিক স্তরে অনলাইনে বিপণনের সুযোগ। তাই বিভিন্ন লজিস্টিক্স পার্ক, ই-কমার্স সংস্থার অধীনে লজিস্টিক্স কো-অর্ডিনেটর, সাপ্লাই চেন এগ্জ়িকিউটিভ, ওয়্যারহাউজ ম্যানেজার, ট্রান্সপোর্টেশন প্ল্যানার, লজিস্টিক্স সিস্টেমস ইঞ্জিনিয়ার, ডেলিভারি অপারেশন লিড-এর মতো একাধিক পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। কেন্দ্রের তরফে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই শিল্পে লক্ষাধিক কর্মী স্থায়ী এবং অস্থায়ী পদে কাজ করে থাকেন।
বেতন:
এই শিল্পক্ষেত্রে চাকরির সুযোগ প্রচুর থাকলেও শুরুতেই বার্ষিক বেতনকাঠামো তিন থেকে ছ’লক্ষ টাকার বেশি হয় না। তবে, অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই পরিকাঠামো ২০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়।