ভারতীয় রেল মন্ত্রকে কর্মখালি। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে রেলের বিভিন্ন শাখার উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। মোট তিন বছরের চুক্তির ভিত্তিতে ওই পদে কর্মীদের নিয়োগ করা হবে। জেনারেল ম্যানেজার এবং ডিরেক্টর জেনারেল পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
জেনারেল ম্যানেজার পদে স্যাগ অফিসার হিসাবে অন্তত ১৮ বছর কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। বেতনক্রম হবে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা। ডিরেক্টর জেনারেল পদে পাঁচ বছর স্যাগ অফিসার হিসাবে কাজ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। বেতনক্রম হবে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা। তবে উভয় ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সর্বাধিক পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। নিযুক্তদের নয়া দিল্লির দফতরে কাজ করতে হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। একই সঙ্গে ১,২০০ টাকা ডিমান্ড ড্রাফটও জমা দিতে হবে।
আরও পড়ুন:
৮ মার্চের মধ্যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। উল্লিখিত পদগুলিতে কী ভাবে নিয়োগ করা হবে এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।