কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল সার্ভিস স্কিমের কাজের জন্য পশ্চিম বর্ধমান শাখায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর / ডিস্ট্রিক্ট নোডাল অফিসার পদে কর্মী প্রয়োজন।
এই পদে কাজের জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি, বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজের প্রোগ্রাম অফিসারদের আবেদনও গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে পূর্বে প্রোগ্রাম অফিসার হিসাবে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। মোট দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে কাজের নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। কী ভাবে আবেদন করবেন, কত পারিশ্রমিক মিলবে— এই সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।