বীরভূমের রামপুরহাটে কাজের সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলায় চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
জেলায় নিয়োগ হবে ফ্লেবোটমিস্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। যে মাসগুলিতে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি অর্থাৎ অগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত নিযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে। পারিশ্রমিক হবে মাসে ৫,৫০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফ্লেবোটমি টেকনিশিয়ান কোর্স সম্পূর্ণ করতে হবে। যাঁদের মাধ্যমিকের পর সরকারি বা বেসরকারি ক্ষেত্রে ফ্লেবোটমিস্ট হিসাবে কাজের এক বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন।
আগ্রহীদের এর জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৪ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।