স্নাতকের পর শেষমেশ স্নাতকোত্তরের ভর্তি সংক্রান্ত জটিলতাও কাটল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা দিন ঘোষণা করল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। পরীক্ষা হবে আগামী ২৪ অগস্ট।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকের মতো স্নাতকোত্তরের প্রবেশিকা (পিইউএমডিইটি)-এর আয়োজন করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এ বছরে স্নাতকোত্তরে ভর্তির সম্ভাব্য পরীক্ষার দিন আগেই ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২৭ জুলাই। কিন্তু ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে উদ্ভূত জটিলতার কারণেই স্থগিত রাখা হয় পরীক্ষা। বন্ধ ছিল আবেদন প্রক্রিয়াও। অবশেষে কেটেছে জটিলতা। এ বার আগামী ২৪ অগস্ট বোর্ডের তরফে স্নাতকোত্তরের প্রবেশিকার আয়োজন করা হবে। ওইদিন দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। ফল ঘোষণা করা হবে ৩১ অগস্ট।
পিইউএমডিইটিতে বিভিন্ন বিষয়ে ভর্তির আবেদন করা যাবে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট https://wbjeeb.nic.in/pumdet/-এ গিয়ে। আগামী ৮ অগস্ট শুরু হবে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া শেষ হবে ১১ অগস্ট। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করে 'কনফারমেশন পেজ' ডাউনলোড করা যাবে ১২ অগস্ট। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৯ অগস্ট থেকে ২৪ অগস্টের মধ্যে।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রেসিডেন্সিতে স্নাতক স্তরের প্রবেশিকা (পিইউবিডিইটি) হয়েছিল গত ২১ এবং ২২ জুন। কিন্তু ওবিসি মামলার কারণেই এক মাসের বেশি সময় ধরে আটকে ছিল। শুক্রবার বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী জানানো হয়, আগামী ৩ অগস্ট থেকে ৫ অগস্ট মধ্যরাত পর্যন্ত নিজেদের জাতিগত পরিচয়ের তথ্যাদি সংযোজন করতে হবে পোর্টালে। এর পর রবিবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৯ অগস্ট স্নাতকে ভর্তির প্রবেশিকার ফল ঘোষণা এবং মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এর পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
স্নাতক প্রবেশিকার ফল প্রকাশ ও স্নাতকোত্তরের ফর্ম পূরণের দিন ঘোষণা দাবিতে লাগাতার অবস্থান শুরু করেছিল বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠন এসএসআই।