রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট, পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-তে কাজের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের জন্য এই নিয়োগ। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে ভিজ়িটিং ভেটারিনারিয়ান পদে কর্মী করা হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যার বিষয়ে কিছু জানানো হয়নি। নিযুক্তদের সংশ্লিষ্ট বিভাগের অ্যানিমাল হাউস ফেসিলিটিতে কাজের সুযোগ মিলবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভেটারিনারি সায়েন্সে স্নাতক (বিভিএসসি) হতে হবে। প্রতি সপ্তাহে দু’দিন বিশ্ববিদ্যালয়ে কাজের জন্য আসতে হবে। প্রতি মাসে তাঁদের পারিশ্রমিক হবে ২০,০০০ টাকা।
এ জন্য প্রার্থীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ অক্টোবর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।