মালদহ মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে কর্মী। অপথালমোলজি, জেনারেল মেডিসিন, পিএমআর, অ্যানেস্থেসিওলজি, রেডিয়োথেরাপি, জেনারেল সার্জারি বিভাগে কাজের জন্য এই নিয়োগ। সব মিলিয়ে মোট শূন্যপদ ন’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার। প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশনের নথি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
১৭ জুন বেলা ২টো থেকে শুরু ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে মালদহের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।