ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মিউজ়িয়ামে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কিত বিশদ তথ্য নিচে দেওয়া হল।
উল্লিখিত পদে স্থল, কেন্দ্র কিংবা রাজ্য সরকারি সংস্থায় প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। স্টেনোগ্রাফি, ফটোকপি, টাইপিং করার মতো কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ডাকযোগে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ মে। এই বিষয়ে আরও জেনে নিতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ওয়েবসাইটটি দেখতে হবে।