রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-র একটি বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় একটি পদমর্যাদায় সরাসরি কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনেই আবেদন জানানো যাবে।
সংস্থার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি) পদে। মোট শূন্যপদ ১২টি। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। এ ছাড়া, প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিই বা বিটেক অথবা এমসিএ ডিগ্রিও থাকতে হবে।
চলতি বছরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংস্থায় নিয়োগ করা হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৪ অগস্ট আবেদনের শেষ দিন। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।