ইঞ্জিনিয়ারদের জন্য কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর (এনএমডিসি) তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, জেনারেল ম্যানেজার, চিফ জেনারেল ম্যানেজার, এক্জ়িকিউটিভ ডিরেক্টর পদে ৭ জনকে নিয়োগ করা হবে। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সে বিষয়ে রইল বিস্তারিত।
কারা আবেদন করবেন?
মাইনিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের ১৮ বছর কন্ট্র্যাক্ট ম্যানেজমেন্ট, কন্ট্র্যাক্ট ল, ক্যাপিটাল প্রজেক্ট নিয়ে কাজ করার অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
বেতন এবং বয়স:
নিযুক্তেরা প্রতি মাসে ১,২০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা বেতন হিসাবে পাবেন। তাঁদের বয়স ৪৫ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। অনলাইনে ২১ অক্টোবরের মধ্যে জীবনপঞ্জি, ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং পরিচয়পত্র ও অন্য আনুষঙ্গিক নথি-সহ আবেদন জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা।