রাজ্যের সরকারি হাসপাতালে দ্বাদশ উত্তীর্ণেরা কাজের সুযোগ পেতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কিংবা ছ’মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা প্রয়োজন। শূন্যপদ দু’টি।
নীলরতন সরকার হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারিং রিসার্চ ইউনিটে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে তাঁদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ওই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ছ’মাসের চুক্তিতে তাঁদের কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের নীলরতন সরকার হাসপাতালের ওয়েবসাইটে (nrsmc.edu.in) গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের নিরিখে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই পর্ব চলবে। আবেদনের শেষ দিন ৬ অগস্ট।