ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড (এনজিইএল)-এ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সমস্ত পদে অভিজ্ঞ পেশাদাররাই কাজের সুযোগ পাবেন। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-সিভিল), ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-ইলেক্ট্রিক্যাল), ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-মেকানিক্যাল), ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-এইচআর), ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-সিডিএম), ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-ফিন্যান্স), ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-আইটি) এবং ইঞ্জিনিয়ার (রিনিউয়েবেল এনার্জি-কর্পোরেট কমিউনিকেশন) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬৩। আগামী তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে সমস্ত পদে কর্মীদের নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০ বা ৩২ বছরের মধ্যে। প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক হবে ৮৩,০০০ টাকা।
আরও পড়ুন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে গবেষণার কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
যাদবপুরের আইএসিএসে ইন্টিগ্রেটেড ব্যাচেলর্স-মাস্টার্স-সহ বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ
-
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি-র সুযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু রেজিস্ট্রেশন
-
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অর্থপুষ্ট প্রকল্পের কাজ আইএসআই কলকাতায়, নিয়োগ কোন পদে?
-
অপরাধ, আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি আইআইটি খড়্গপুরের
বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। পদগুলির জন্য অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বেছে নেওয়া হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৩ এপ্রিল। নিয়োগের শর্তাবলি জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।