রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড-এ কর্মখালি। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় পারমাণবিক ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদার প্রয়োজন। এ জন্য আগামী ৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার পদে। শূন্যপদের সংখ্যা ১০। নিযুক্তদের সংস্থার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল বিভাগে কাজের সুযোগ মিলবে। দেশের বিভিন্ন অঞ্চলে তাঁদের পোস্টিং দেওয়া হবে। বেতন কাঠামো হবে মাসে ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৩ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর আবেদনকারীদের সংখ্যার উপর নির্ভর করে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ছাড়াও লিখিত পরীক্ষা/ কম্পিউটার নির্ভর পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।