কলকাতার রাজ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মখালি। এই মর্মে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর) কলকাতার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইনফ্লেমেটরি বাউল ডিজ়িজ় সম্পর্কিত একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
উল্লিখিত কাজে যে কোনও বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের ইনফ্লেমেটরি বাউল ডিজ়িজ় সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে সার্বিক ভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
কাজের জন্য নিযুক্তকে মাসে ৩৯,২৭০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।
১৮ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। নির্দিষ্ট দিনে আবেদনপত্রের সঙ্গেই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।