ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর দিল্লির দফতরে কর্মখালি। ওই প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদের জন্য বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে আবেদনকারীদের ওয়েব ডেভেলপমেন্ট, লার্জ ডেটা হ্যান্ডলিং নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে দিল্লির দফতরে ডেটা সেন্টার ইউনিটে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ৫৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
২০ ফেব্রুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আগ্রহীদের দিল্লির দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিনই চূড়ান্ত পদের জন্য প্রার্থীদের বাছাই করা হবে। কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।