বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। জানানো হয়েছে, সংস্থার একাধিক বিভাগে কাজের সুযোগ মিলবে। কেরলের সংস্থার বিভিন্ন প্রজেক্ট সাইটে নিযুক্তদের কাজের দায়িত্ব দেওয়া হবে। এর পর অন্যত্র স্থানান্তর করা হতে পারে।
সংস্থায় নিয়োগ করা হবে টিম লিডার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। শূন্যপদ রয়েছে ৪৮টি। নিযুক্তদের প্রথম এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তীকালে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা বা ৭০,০০০-২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
-
কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমসিএ পড়ার সুযোগ, আয়োজন করা হবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের
-
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকতার সুযোগ, পোস্টিং কলকাতা-সহ অন্যান্য রাজ্যে
-
সুস্থায়ী পরিবেশ গড়ে তোলার উপায় কী? পড়ুয়া এবং কর্মরতদের বিশেষ পাঠ আইআইএসডব্লিউবিএম-এর
-
আরআরবি ক্লার্ক পদের প্রিলিমস পরীক্ষার ফল প্রকাশিত, ঘোষণা আইবিপিএস-এর, উত্তীর্ণ কত জন?
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৫৫ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন পেশাগত অভিজ্ঞতাও। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। কিছু পদে আবেদনের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। বাকি পদগুলিতে আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।