গ্রুপ এ বিভাগে চাকরি করতে চান? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই তা সম্ভব হতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-এ সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার পদে ৩৯ জনকে নিয়োগ করা হবে। ওই কাজের জন্য সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের নিয়োগ করা হবে।
এ ছাড়াও আর্কিটেকচার বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, স্নাতক স্তরে প্রার্থীদের ৬৫ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য ৭৫০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। ওই ফি জমা দিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।
অনলাইনে একাধিক পদের জন্য আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। ১৪ জুলাই আবেদনের শেষ দিন। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (isro.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।