হিমালয় সংলগ্ন সিকিমের বিভিন্ন এলাকায় সুস্থায়ী কৃষিকর্ম নিয়ে গবেষণার কাজ চলছে। সিকিম বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্সেসের তরফে ওই কাজের জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট খোঁজা হচ্ছে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এর জন্য যে সমস্ত শর্তপূরণ আবশ্যক, সেগুলি হল—
১. আবেদনকারীদের মাটির পাত্রে কিংবা মাঠে উদ্ভিদের বৃদ্ধি পাওয়া থেকে শুরু তাদের স্যাম্পলিং করা কিংবা মাটি তৈরি করার কাজ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতেই হবে।
২. কাজের অভিজ্ঞতা অন্তত দু’বছরের হওয়া প্রয়োজন।
৩. প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কাজের জন্য ফেলোশিপ হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের মেয়াদ তিন বছরের। ওই প্রকল্পে ন্যাশনাল মিশন অফ হিমালয়ান স্টাডিজ় এবং জিবি পন্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টের আর্থিক অনুদানে কাজ চলবে।
ই-মেল মারফত ১৫ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন বাছাইয়ের পর প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। ১৮ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে। কী ভাবে ইন্টারভিউ হবে, আবেদনপত্রের সঙ্গে কী কী নথি পাঠানো প্রয়োজন— সবটাই সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে (cus.ac.in) দেখতে পারবেন।