আইটিআই উত্তীর্ণেরা ইসরো-তে চাকরির সুযোগ পেতে পারেন। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অধীনস্থ স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার-এ টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৫৫টি শূন্যপদ রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
ফিটার, মেকানিস্ট, ইলেকট্রনিক্স মেকানিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্ট, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার গ্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদের টেকনিশিয়ান হিসাবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
ফার্মাসিতে ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিরা ফার্মাসিস্ট পদের জন্য আবেদন করতে পারবেন। উভয় পদেই ১৮ থেকে ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে ইসরো।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৩ নভেম্বর। কী ভাবে নিয়োগ করা হবে, চুক্তির মেয়াদ, পারিশ্রমিক সম্পর্কিত বিষয়ে বিশদ জানতে ইসরো-র ওয়েবসাইট থেকে (www.isro.gov.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।