রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে দু’টি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এবং জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এবং জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৪০-৫০ বছর এবং ৩৫-৪৫ বছরের মধ্যে।
ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এবং জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ১,২০,০০০-১,৫০,০০০ টাকা এবং ৮০,০০০-১,২০,০০০ টাকা।
আরও পড়ুন:
উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পাঁচ বা আট বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ যথাক্রমে ২৭ এবং ৩১ অগস্ট। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে আগামী ৮ এবং ১৩ সেপ্টেম্বর। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।