রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় চাকরির সুযোগ। ৫০০-র বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ব্যাঙ্কে নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে কাজের সুযোগ মিলবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে প্রোবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৪১। নিযুক্তদের ‘প্রবেশন’-এ রাখা হবে দু’বছর। এর পর তাঁদের কাজের উপর ভিত্তি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ স্কেলে উন্নীত করা হবে। নিয়োগের পর কর্মীদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন।
চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে তিনটি পর্যায়ে। সেগুলি হল— প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং সাইকোমেট্রি টেস্ট, গ্রুপ এক্সসারসাইজ ও ইন্টারভিউ।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। আগামী ১৪ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।