ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (ডব্লুবিএমএসসি)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, আকাউন্টস ক্লার্ক এবং স্টোর কিপার পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে ১৩টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী বেতন এবং যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার বেসড্ পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারলেই সুযোগ মিলবে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের (পারসোনালিটি টেস্ট) মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (https://mscwb.org/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।