রাষ্ট্রায়ত্ত সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ। দেশের সাতটি ইউরেনিয়াম খনিতে কাজ করতে পারবেন নিযুক্তেরা। তাঁদের মাইনিং মেট, ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার এবং বয়েলার-কাম-কম্প্রেসার পদে নিয়োগ করা হবে।
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, মাইনিং মেট পদে ৯৫ জন, ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার পদে ন’জন এবং বয়েলার-কাম-কম্প্রেসার হিসাবে তিন জনকে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের দশম উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত মাইনিং মেট, ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার এবং বয়েলার অ্যান্টেন্ডেন্ট-এর শংসাপত্র থাকা প্রয়োজন। মাইনিং মেট পদে আবেদনকারীদের কোন আকরিক উত্তোলনকারী খনিতে অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। অন্য পদের ক্ষেত্রে আবেদনকারীদের এক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকলেই চলবে।
আরও পড়ুন:
বয়স:
পদের নিরিখে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
পারিশ্রমিক:
নিযুক্ত ব্যক্তিরা ২৮,৩৯০ টাকা থেকে ৪৫,৪৮০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পাবেন।
কী ভাবে নিয়োগ করা হবে?
লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদন করতে পারেন। ওই আবেদনপত্র ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইট-এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।