উত্তর দিনাজপুর জেলায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য কাজের সুযোগ। জেলায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে দু’দিন আগে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে জারি করা হয়েছে। এর জন্য অফলাইনে আগ্রহীদের থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে।
জেলায় নিয়োগ হবে গ্রুপ বি ক্যাটাগরির আপার ডিভিশন ক্লার্ক পদে। শূন্যপদ একটি। আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৬৪ বছর। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য এই পদে নিয়োগ হবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের পরিমাণ হবে ১২,০০০ টাকা।
আরও পড়ুন:
-
যাদবপুরের কাল্টিভেশন অফ সায়েন্সে গবেষক পদে কর্মখালি, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় গবেষণার সুযোগ, কোন বিভাগে নিয়োগ?
-
স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কোন প্ল্যান্টে, কী কী পদে নিয়োগ?
-
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত সংস্থায় চাকরির সুযোগ, শূন্যপদ ক’টি?
এই পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের প্রাতিষ্ঠানিক কার্যকলাপ, খরচপত্র, হিসাবনিকাশ সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। পাশাপাশি কম্পিউটার পরিচালনা সম্পর্কিত জ্ঞানও প্রয়োজন।
আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র এবং অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ ডিসেম্বর। এই বিষয়ে আরও জানার জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।