বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম-এ কর্মখালি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ ওই প্রতিষ্ঠানে জুনিয়র মেন্টর নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে কিংবা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, রোবোটিক্স, মেকাট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড-এর মতো কর্মসূচি আয়োজনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মতো কাজে অভিজ্ঞতা থাকা চাই। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের একজনকে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম-এর কলকাতার দফতরে এবং দ্বিতীয়জনকে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার-এ নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম-এ ২৮ অক্টোবর কলকাতার দফতরে ইন্টারভিউ হতে চলেছে।