নেট উত্তীর্ণদের কাজের সুযোগ দেবে কলকাতার গবেষণা কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট-এ কর্মী প্রয়োজন। সংস্থার একটি গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, প্রাণিবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের চার বছরের ডিগ্রি কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ চলবে। নিয়োগের পর প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। ওই দিন তাঁদের জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি সঙ্গে রাখতে হবে। ১৯ নভেম্বর কলকাতার এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট-এ ইন্টারভিউ হতে চলেছে।