কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। সংশ্লিষ্ট সংস্থায় প্রশিক্ষণের জন্য ইঞ্জিনিয়ারিং শাখার নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। শূন্যপদ সাতটি।
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা অর্জন করেছেন— তাঁরা শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ছাড়াও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
মোট এক বছরের জন্য তাঁদের অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ চলবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ১৩ হাজার এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ১৫ হাজার টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রশিক্ষণ হবে কলকাতার দফতরে।
আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক। নথিভুক্তকরণের পর ওই পোর্টাল মারফত পাওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ৩১ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে পাঠানো দরকার। এই বিষয়ে আরও জানতে কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এর (cochinshipyard.in) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নজর রাখা প্রয়োজন।