বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার সুযোগ। ওই গবেষণাকেন্দ্রে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
বিজ্ঞান বিষয়ে ডক্টরাল ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরাই সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের মলিকিউলার, সেলুলার, বায়োকেমিক্যাল টেকনিক্স নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও ইস্ট বায়োলজি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য ৫৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে ৭ মে, ২০২৮ পর্যন্ত চুক্তির ভিত্তিতে ওই পদে বহাল রাখা হবে। ১৩ জুন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তার আগে আবেদনপত্র জমা দিতে হবে।
ডাকযোগে গবেষণাকেন্দ্রের বিধাননগর কার্যালয়ের ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য জীবনপঞ্জি, কর্মজীবন এবং শিক্ষাগত যোগ্যতার নথি পত্রের সঙ্গে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে গবেষণাকেন্দ্রের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ কিংবা মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট (jcbose.ac.in) থেকে দেখে নেওয়া যেতে পারে।