রাজ্যের আইন শিক্ষা প্রতিষ্ঠানে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)-এ শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানে একটি বিষয় পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি (অতিথি শিক্ষক) পদে নিয়োগ হবে। শূন্যপদ তিনটি। নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানে ডেটা সায়েন্স বিষয় পড়াতে হবে। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রতি মাসে নিযুক্তদের আয়ের পরিমাণ হবে সর্বাধিক ৩০,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রার্থীদের ডেটা সায়েন্স বা কম্পিউটার সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁরা নেট উত্তীর্ণ বা পিএইচডি রয়েছে অথবা অন্যান্য যোগ্যতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রতিষ্ঠানে আগামী ১৫ জুলাই নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু দুপুর ৩টে থেকে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।