ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণাধর্মী কাজের সুযোগ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্পমেয়াদি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক অধীনস্থ দফতর ডিএসটি (ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি)।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ চারটি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিটেক বা এমটেক থাকতে হবে। বিটেক/ বিই/ বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন অন্য বিষয়ে দক্ষতাও।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩০ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত ভাবে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।