প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার ‘আনসার কি’ বা উত্তর সঙ্কেত প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেই প্রকাশ করা হল ‘আনসার কি’।
গত মাসের ২১ এবং ২২ তারিখ স্নাতকে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকার আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষের ১৮ দিনের মাথায় পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশ করল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড।
যাঁরা প্রকাশিত ‘আনসার কি’ নিয়ে সন্তুষ্ট নন, তাঁরা বোর্ডের ওয়েবসাইটে গিয়েই আগামী ১২ জুলাইয়ের মধ্যে আপত্তি জানাতে পারেন। ‘চ্যালেঞ্জ’ জানাতে অনলাইনেই পরীক্ষার্থীদের প্রতি প্রশ্ন পিছু ৫০০ টাকা জমা দিতে হবে। এর পর বোর্ডের তরফে পরীক্ষার্থীদের সমস্ত অভিযোগ খতিয়ে ‘ফাইনাল আনসার কি’ প্রকাশ করা হবে। ‘ফাইনাল আনসার কি’-এর ভিত্তিতেই পরীক্ষার ফলাফল এবং মেধাতালিকা প্রকাশ করবে বোর্ড।
আরও পড়ুন:
‘আনসার কি’ দেখার জন্য কী করবেন?
১) পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in-এ যেতে হবে।
২) এর পর ‘হোমপেজ’-এ ‘পিইউবিডিইটি ২০২৫ আনসার কি’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) সেই লিঙ্কে ক্লিক করে ‘লগ ইন’ পেজ-এ পৌঁছতে হবে।
৪) সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিলেই পরীক্ষার্থীরা ‘আনসার কি’ দেখতে পারবেন।
৫) এর পর সেই ‘আনসার কি’ ডাউনলোড করে নেওয়া যাবে।