রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) লিমিটেডে প্রশিক্ষণের সুযোগ। বুধবার সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা এমনটাই জানানো হয়েছে। নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে শুক্রবার থেকে।
সংস্থায় নিয়োগ হবে আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩৬১টি। নিযুক্তদের সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।
আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে যথাক্রমে ১২,০০০ টাকা, ১৩,৫০০ টাকা এবং ১৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়েও প্রার্থীদের আবেদন জানাতে হবে। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের মেধার ভিত্তিতে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।