মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেরা কলকাতা পুরসভায় চাকরির সুযোগ পাবেন। রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে ওই ব্যক্তিদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ২৮টি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, কিংবা স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠানের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন:
অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। নিযুক্তেরা প্রতি মাসে ৫৮,৬০০ টাকা (রোপা ২০১৯ অনুযায়ী পে লেভেল ১২ অনুযায়ী) পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের কলকাতা পুরসভার অধীনে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদনপত্র ২২ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে। লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। লিখিত পরীক্ষার পাঠ্যক্রম, প্রশ্নপত্রের নমুনার মতো তথ্য কমিশনের ওয়েবসাইট (mscwb.org) থেকে দেখে নেওয়া যেতে পারে।