Advertisement
১৯ এপ্রিল ২০২৪
66th National Film Awards

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাজিমাত ‘উরি’-র, সেরা অভিনেতা আয়ুষ্মান-ভিকি, বাংলার প্রাপ্তি তিন

মোট চারটি বিভাগে সেরার শিরোপা দেশাত্মবোধক এই ছবির। ‘উরি’-র জন্য শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত হয়েছেন ভিকি কৌশল এবং সেরা পরিচালকের সম্মান পেতে চলেছেন আদিত্য ধর। পরিচালক হিসেবে এটাই প্রথম ছবি কাশ্মীরের ছেলে আদিত্যর। সেরা আবহসঙ্গীত এবং সেরা সাউন্ড ডিজাইন বিভাগেও সেরার স্বীকৃতি ‘উরি’-র। ভিকির সঙ্গে সেরা অভিনেতা নির্বাচিত আয়ুষ্মান খুরানাও।

৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাজিমাত উরি-অন্ধাধুনের

৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাজিমাত উরি-অন্ধাধুনের

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ১৮:২৩
Share: Save:

৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাজিমাত করল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। মোট চারটি বিভাগে সেরার শিরোপা দেশাত্মবোধক এই ছবির। ‘উরি’-র জন্য শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত হয়েছেন ভিকি কৌশল এবং সেরা পরিচালকের সম্মান পেতে চলেছেন আদিত্য ধর। পরিচালক হিসেবে এটাই প্রথম ছবি কাশ্মীরের ছেলে আদিত্যর। সেরা আবহসঙ্গীত এবং সেরা সাউন্ড ডিজাইন বিভাগেও সেরার স্বীকৃতি ‘উরি’-র। ভিকির সঙ্গে সেরা অভিনেতা নির্বাচিত আয়ুষ্মান খুরানাও। ‘অন্ধাধুন’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় এনে দিল এই পুরস্কার। তেলুগু ছবি ‘মহানটী’-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কীর্তি সুরেশ।

সেরা সংলাপ বিভাগে পুরস্কৃত হতে চলেছে ‘তারিখ’।

অন্যান্য বছরের মতো জয়জয়কার না হলেও জাতীয় পুরস্কার মঞ্চে বাংলার হাত এ বার একেবারে শূন্য নয়। ‘উরি’-তে সাউন্ড ডিজাইনার হিসেবে বিশ্বদীপ চট্টোপাধ্যায় তো আছেনই পুরস্কারের তালিকায়। ‘পদ্মাবত’ ছবির ‘বিনতে দিল’ গানের জন্য সেরা প্লে ব্যাক গায়ক হয়েছেন অরিজিৎ সিংহ। তবে সরাসরি বাংলার ঘরে পুরস্কার যা এল, তার মধ্যে অন্যতম নবাগত সাগ্নিক চট্টোপাধ্যায়ের স্বীকৃতি। ফেলুদাকে নিয়ে তাঁর ছবি ‘ফিফটি ইয়ার্স অব রে’জ ডিটেক্টটিভ’ পুরস্কৃত হতে চলেছে বেস্ট ডেবিউ নন ফিচার ফিল্ম বিভাগে। ইতিমধ্যেই দর্শক ও সমালোচক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে এই জার্নি ফিল্ম। বাংলা ভাষায় এই প্রথম সাহিত্যের কোনও চরিত্রকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। সংলাপে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’। ছবির সংলাপ তাঁরই লেখা। সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’। ইন্দ্রদীপ দাশগুপ্তের শর্ট ফিল্ম ‘কেদারা’ পেয়েছে জুরি পুরস্কার।

পুরস্কৃত হতে চলেছে ফেলুদাকে নিয়ে তথ্যচিত্র। ফাইল চিত্র।

বিনোদনমূলক পারিবারিক ছবি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ‘বধাই হো’। এই ছবিরও নায়ক আয়ুষ্মান খুরানা। ছবিতে তাঁর ঠাকুমার ভূমিকায় অভিনয় করে সেরা সহঅভিনেত্রী হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। মরাঠি ছবি ‘চুম্বক’-এ অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রাভিনেতার পুরস্কার পাচ্ছেন সদানন্দ কিরকিরে। সামাজিক বার্তামূলক ছবির পুরস্কার গিয়েছে অক্ষয়কুমারের ‘প্যাডম্যান’-এর ঝুলিতে। কন্নড় ছবি ‘নথিচরামি’-তে গানের জন্য সেরা গায়িকা মনোনীত হয়েছেন বিন্দু মণি।

দর্শকদের মন জয় করেছিল ‘বধাই হো’।

সেরা ছবি-সহায়ক রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে উত্তরাখণ্ড। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক বিভাগে পুরস্কৃত হতে চলেছেন মালয়লম ভাষায় বি জনি এবং হিন্দি ভাষায় অনন্ত বিজয়।

আরও পড়ুন: শাহরুখ, কর্ণের উপস্থিতিতে মেলবোর্নের ফিল্ম ফেস্টিভাল যেন চাঁদের হাট

আরও পড়ুন: ছবি করার সময় রাজ যে আমার হাজব্যান্ড ভুলে গিয়েছিলাম: শুভশ্রী

তবে এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেশ দেরি করে ঘোষিত হল। সাধারণত প্রতি বছর এপ্রিলে ঘোষিত হয় এই পুরস্কার এবং তা প্রাপকের হাতে তুলে দেওয়া হয় ৩ মে। কিন্তু এ বছর লোকসভা নির্বাচনের কারণে দেরি করে ঘোষিত হল পুরস্কার প্রাপকদের নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE