Advertisement
E-Paper

শীতেও ছবির হাড্ডাহাড্ডি লড়াই! প্রসেনজিৎ থেকে শিবপ্রসাদ, এ বছরের বড়দিন কার দখলে?

গত বছরের শীতে দুটো ছবি মুক্তি পেয়েছিল। ‘খাদান’ আর ‘সন্তান’। এ বছর সেই সংখ্যা বাড়ছে বলে শোনা যাচ্ছে। এ বছরের শীতেও কি ছবির লড়াই?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৪:৫৬
এ বছর শীত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় না দেবের?

এ বছর শীত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় না দেবের? —ফাইল চিত্র।

পুজোর চারটে দিন প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দেখার মতোই প্রেক্ষাগৃহ ঘুরে নানা স্বাদের ছবি দেখা বাঙালির রীতি। কয়েক দশক ধরে শারদীয়ায় নতুন জামার মতো নতুন ছবিও চাই তাদের। খবর, এ বছর শীতে নাকি সেই চেনা ছবি আবার দেখতে চলেছে শহর কলকাতা। চারটি ছবির মুক্তি দিয়ে বড় ভাবে উদ্‌যাপিত হতে চলেছে এ বারের বড়দিন। তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবু’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, দেবের ‘প্রজাপতি ২’ এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

তাঁদের ছবি শীতে মুক্তি পাবে, আনুষ্ঠানিক ঘোষণার সময় একযোগে জানিয়েছিলেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রানা সরকার। বুধবার পুরী থেকে পরিচালক ছবি দিয়ে জানিয়েছেন, বড়দিনে তাঁর ছবি মুক্তি পাবে। তার পরেই টলিউডে হঠাৎ ফিসফাস, তা হলে কি ‘কাকাবাবু’ এ বছরের বড়দিনে প্রত্যাবর্তন না-ও করতে পারেন? ‘প্রজাপতি ২’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ যথাক্রমে দু’টি ভিন্ন প্রযোজনা সংস্থা দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং উইন্ডোজ়ের ছবি। কিন্তু, ‘কাকাবাবু’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’— দুটো ছবিই এসভিএফ প্রযোজনা সংস্থার। আগে এক দিনে একই প্রযোজনা সংস্থার ছবিমুক্তির চল ছিল। অনেক পুজোয় এই প্রযোজনা সংস্থার একাধিক ছবি মুক্তি পেয়েছে। কোনওটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত, কোনওটি সৃজিত মুখোপাধ্যায়। পরে ব্যবসায়িক লাভ-লোকসানের নিরিখে সেই নিয়মে পালাবদল ঘটেছে। তা ছাড়া, বাকি তিনটি ছবির মতো ‘কাকাবাবু’র মুক্তি নিয়ে সাম্প্রতিক তেমন কোনও ঘোষণা হয়নি। আর, বাকি ছবির সঙ্গে টক্কর এড়ানোটাও একটা বিষয়। স্বাভাবিক ভাবে তাই প্রসেনজিৎ অভিনীত ছবিটি শীতে মুক্তি না-ও পেতে পারে, তেমনই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে।

সত্যিই কি তেমন কিছু ঘটছে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল এসভিএফের অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতার সঙ্গে। তিনি ফোনে সাড়া দেননি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা ‘কাকাবাবু’র ছবিমুক্তি পিছিয়ে দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। সেই অনুযায়ী, ছবিমুক্তি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এখনও বড়দিনেই। তাই প্রযোজনা সংস্থা নির্দিষ্ট সময়েই শুটিং শুরু করবে। তার পর জল মেপে সিদ্ধান্ত নেবে, ছবি এ বছরের শীতে মুক্তি পাবে, না কি অন্য সময়ে।

গত বছরের শীতেও ছবিমুক্তির সংখ্যা ছিল চারটি। তালিকায় দেবের ‘খাদান’, রাজ চক্রবর্তীর ‘সন্তান’, মানসী সিংহের ‘৫ নং স্বপ্নময় লেন’, প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’। সেই সময় শোনা গিয়েছিল, একই দিনে বড় বাজেটের একাধিক ছবিমুক্তি বাণিজ্যিক সাফল্যে ভাটার টান আনতে পারে।

সেই ভাবনা থেকেই কি বাকি তিনটি ছবির মুক্তির দিন কোনও ভাবে বদলাতে পারে? নামপ্রকাশে অনিচ্ছুক এক সিনে-বিশ্লেষকের মতে, বাকি তিনটি ছবির মুক্তি সম্ভবত পিছোবে না। কারণ, প্রতি শীতে দেব-অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী একজোট হয়ে দর্শকদের ছবি উপহার দেন। গত বছর সেটি হয়নি। ফলে, এ বছর তাঁদের ছবিমুক্তির দিন না-পিছোনোর সম্ভাবনাই বেশি। একই ভাবে সৃজিতের নতুন করে দিনক্ষণ ঘোষণার অর্থ, তিনিও কোমর বেঁধেই নামছেন। একই কথা প্রযোজ্য উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ক্ষেত্রেও। তারাও বছরের শুরু থেকে ঘোষণা করেছে, শীতে তারা প্রথম ভৌতিক ছবি উপহার দিতে চলেছে। অর্থাৎ, রইল পড়ে চন্দ্রাশিস রায় পরিচালিত ছবি ‘কাকাবাবু’।

টলিপাড়া এবং সিনেবোদ্ধারা যখন শীতের ছবির লড়াই নিয়ে চর্চায় ব্যস্ত তখনই তাতে নতুন ইন্ধন জুগিয়েছে প্রযোজক ফিরদৌসল হাসানের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ নিয়ে টাটকা ঘোষণা। শুক্রবার প্রকাশ্যে আসছে অনীক দত্ত পরিচালিত এই ছবির প্রথম মোশন পোস্টার। নায়কের ভূমিকায় আবীর চট্টোপাধ্যায়। ছবিটি পুজোয় মুক্তি পাবে, না শীতে? প্রযোজকের কাছে প্রশ্ন রাখতেই হেঁয়ালি ছড়িয়েছেন তিনিও। বলেছেন, “আর তো মাঝে একটা দিন। শুক্রবার সব রহস্যের সমাধান হয়ে যাবে।”

রহস্য-রোমাঞ্চ এই ঘরানার ছবিও যদি বড়দিনের ছবিমুক্তির তালিকায় যুক্ত হয় তা হলে লড়াই যে আরও জমবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই সিনে-বোদ্ধাদের মনে।

Tollywood Prasenjit Chatterjee Shiboprosad Mukherjee Dev Srijit Mukherji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy