গত দু’বছর ধরে বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির খান। গৌরী পাকাপাকি ভাবে মুম্বই চলে আসার আগে ঘন ঘন বেঙ্গালুরু যেতেন আমির। এ দিকে গৌরীর সঙ্গে প্রেমপর্ব চলাকালীনই দক্ষিণের খ্যাতনামী ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টাকে নিজের মুম্বইয়ের বাড়িতে এনে রেখেছিলেন অভিনেতা। প্রায় ১০ মাস সেখানেই ছিলেন জ্বালা। অভিনেতার এমন ব্যবহারে মুগ্ধ তাঁর স্বামী বিষ্ণু বিশালও।
সদ্য মা হয়েছেন জ্বালা। তাঁর শিশুকন্যার নাম রাখা হয়েছে মীরা। নামকরণ করেছেন আমির। সেই কারণে সম্প্রতি হায়দরাবাদে দেখা গিয়েছে বলি তারকাকে। ২০২১ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন বিষ্ণু-জ্বালা। তার চার বছর পরে তাঁদের কোলে এসেছে সন্তান— মীরা। যদিও সন্তানজন্মের প্রক্রিয়া মোটেও সহজ ছিল না। আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করেন জ্বালা। যদিও তাঁর বয়স ৪০ এর বেশি হয়ে যাওয়ার ফলে জটিলতা দেখা দেয়। একাধিক বার চেষ্টা করেও সম্ভব হচ্ছিল না গর্ভধারণ। শেষমেশ আমিরই নাকি তাঁদের হায়দরাবাদ ছেড়ে মুম্বই চলে আসার পরামর্শ দেন। জ্বালার স্বামী বলেন, ‘‘গত দু’বছর ধরে আমরা চেষ্টা করছিলাম। কিন্তু জ্বালার বয়স প্রায় ৪১ হওয়ায় পাঁচ-ছয় বার চেষ্টা করে ব্যর্থ হই আমরা। জ্বালাও প্রায় হাল ছেড়ে দেয়। তখন আমির বলেন, সব ছেড়ে মুম্বই এসো।”
সেখানেই চিকিৎসকের পরামর্শ নিতে শুরু করেন জ্বালা। প্রায় ১০ মাস আমিরের বাড়িতে ছিলেন। বিষ্ণু জানিয়েছেন, এই পর্বে আমির তাঁদের খেয়াল রেখেছেন। পারিবারিক আবহেই তাঁরা ছিলেন অভিনেতার বাড়িতে।