রোজই নতুন কিছু নিয়ে বলিউডের শিরোনামে থাকেন ‘মি পারফেকশনিস্ট’। কখনও ক্রিকেট খেলছেন, কখনও বৃষ্টির মধ্যে ছেলে আজাদের সঙ্গে ফুটবলে মাতছেন, কখনও পুরনো ছবির উদ্যাপন করছেন। সামনেই মুক্তি পেতে চলেছে ‘লাল সিংহ চড্ডা’। ছবির গানের প্রচারে ব্যস্ত আমির। প্রত্যেকটা গানের প্রচারের জন্য নতুন উদ্যোগও নিচ্ছেন।এই ছবিকে ঘিরে বলিউডে কৌতূহলও তুঙ্গে।সম্প্রতি এই ছবির একটি গান ‘না অ্যায়সি রাত আয়েগি’-র প্রচারে গিয়ে স্মৃতির পাতায় ডুব দিলেন আমির। এই গান মনে করিয়ে দিল প্রথম প্রেম ভেঙে যাওয়ার কষ্টকে।১৯৮৮-তে প্রথম ছবি ‘কয়ামত সে কয়ামত তক’-এর সাফল্যের পর বলিউডে রোম্যান্টিক নায়কের তকমা পেয়ে যান আমির। এই ‘চকোলেট বয়’ ইমেজ নিয়েই ৩০ বছর কাজ করে চলেছেন বলিউডে। এর মধ্যে প্রেমে পড়েছেন বহুবার। বিয়েও ভেঙেছে দু’বার। বি-টাউনের নায়িকাদের নিয়ে গুঞ্জনও শোনা গিয়েছে।