কী করেননি তিনি! নাচ, ফ্যাশন শো, চাকরি— সব করেছেন ‘হিয়া’ ওরফে অনামিকা চক্রবর্তী। কেবল অভিনয়টাই কোনও দিন করতে চাননি। আজ সেই তিনিই জনপ্রিয় তারকা। ফি-দিন সোশ্যাল পেজে অনুরাগীদের একটাই চাওয়া, ‘কবে অভিনয়ে ফিরবেন অনামিকা? হিয়ার জন্য সবার বড্ড মন খারাপ।’
বুধবার ইনস্টাগ্রাম পেজে খুব অল্প সময়ের জন্য লাইভ এসেছিলেন অভিনেত্রী। জানিয়েছেন, নতুন বছরে নতুন ভাবে ফিরছেন। ছোট পর্দায় নয়, বড়পর্দায়। জানুয়ারি থেকে শ্যুট শুরু হবে। এ-ও জানিয়েছেন, ‘এখানে আকাশ নীল’-এর দিনগুলো মিস করছেন তিনিও।
কী ভাবে লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার মানুষ হয়ে উঠলেন তিনি? সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অনামিকা জানিয়েছেন, ‘আমার মামা আমাকে বলেছিল, একটা অডিশন হচ্ছে। তুই কি যাবি?’ অনামিকা সটান জানিয়েছিলেন, না। তাঁর অভিনয়ের প্রতি একটুও আগ্রহ নেই।