সোমবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। মঙ্গলবার দিল্লিতে সংস্থার অফিসে উপস্থিত অঙ্কুশ হাজরা। বেটিং কেলেঙ্কারির জন্য মিমির আগে অঙ্কুশই সংস্থার তরফ থেকে সমন পেয়েছিলেন। এ দিন কী কথা হল দফতরের আধিকারিকদের সঙ্গে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল তাঁর সঙ্গে।
সমন পাওয়ার পরে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি অভিনেতা। এ দিনও ফোনে সাড়া দেননি। তাঁর বদলে কথা বলেছেন প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা সেন। তিনি বলেন, “এখনই বিষয়টি নিয়ে আমরা কোনও কথা বলতে চাইছি না। আমাদের একটু সময় দিন। সহযোগিতা করুন আমাদের সঙ্গে। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”
সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময় ইডির দফতরে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। সাদা শার্ট, জিন্স পরেছিলেন তিনি। হাতের ফাইলে বেশ কিছু নথিপত্র ভরা।
আরও পড়ুন:
কী কী শর্তে, কত টাকার বিনিময়ে অঙ্কুশের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছিল ওই বেটিং অ্যাপ সংস্থার? ঘনিষ্ঠ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ইডি অফিসাররা সম্ভবত এই ধরনের প্রশ্নই অভিনেতার থেকে জানতে চাইবেন। পাশাপাশি, বেটিং অ্যাপ সংক্রান্ত সমস্ত তথ্য এ দিন অঙ্কুশকে জমা দিতে হতে পারে। প্রসঙ্গত, এ দিন একই মামলায় দিল্লি ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলারও।