Advertisement
E-Paper

সপরিবারে ‘গৌরবময়’ দেবলীনা, শেয়ার করলেন বৌভাতের ছবি

বিয়ের ছবি ৯ ডিসেম্বর রাতে সামনে এলেও ১১ ডিসেম্বর বৌভাতে মাছি গলতে পারেনি মহানায়কের ভবানীপুরের বাড়িতে। ফলে, পাপারাৎজিরাও বিফল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৬:৪০
সপরিবারে গৌরব এবং দেবলীনা।

সপরিবারে গৌরব এবং দেবলীনা।

বিয়ে, বৌভাত সবই মিটছে এক এক করে। গৌরব চট্টোপাধ্যায় আর তাঁর শ্বশুরবাড়ি তাঁকে সুখী করেছে। এমনটাই বলছে দেবলীনা কুমারের শেয়ার করা ছবি। বিয়ের ছবি ৯ ডিসেম্বর রাতে সামনে এলেও ১১ ডিসেম্বর বৌভাতে মাছি গলতে পারেনি মহানায়কের ভবানীপুরের বাড়িতে। ফলে, পাপারাৎজিরাও বিফল।

সুষ্ঠু ভাবে পুরো অনুষ্ঠান মিটে যাওয়ার পরের দিন ১২ ডিসেম্বর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উত্তমকুমার চট্টোপাধ্যায়ের নাত বৌ। বাড়ির মানুষদের নিয়ে ঘরোয়া ভাবে ছবি তুলেছেন সদ্য বিবাহিত দম্পতি। গৌরব সুপুরুষ ডিজাইনার চেক পাড় কোরা ধুতি আর মটকা তসরের প্লিটেজ আঙরাখায়। গলায় সোনার চেন। দেবলীনা ঝলমলে মভ রঙা বেনারসীতে। তাতে রুপোলি, সোনালি জরির কাজ। নতুন বউয়ের গা ভরা গয়না।

দম্পতির পোশাক ডিজাইনার অভিষেক রায় জানিয়েছেন, ১১ তারিখ দুই পরিবারের উপস্থিতিতে বাড়ির রীতি মেনে বৌভাত হয়েছে। ১৪ ডিসেম্বর সঙ্গীত। ১৫ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন। ওই দিন নিমন্ত্রণ জানানো হয়েছে টেলি এবং টলিউডকে।

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আরও পড়ুন: অনু মালিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগের সময়ে চুপ, আর রিয়ার জন্য সরব! দাদলানিকে তোপ সোনা মহাপাত্রর

আরও পড়ুন: ‘অপরাজিতা অপু’র সেটে জমিয়ে নাচ ‘নিখিল’-এর! কেন?​

Gourab Chatterjee Devlina Kumar Couple Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy