বর্ষার জঙ্গল তাঁর খুব প্রিয়। প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারা, তাঁর কাছে এক অনন্য অনুভূতি। অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় যে ভ্রমণপিপাসু, তা তাঁর সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে কিছুটা আন্দাজ করা যায়। দিন কয়েক আগে কাজিরাঙা ভ্রমণের ছবি পোস্ট করেছেন তথাগত। জন্মদিনে প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে অসমের গহিন জঙ্গলে একান্ত নির্জনে কিছু দিন কাটানোর পরিকল্পনা করেছিলেন তিনি।
আনন্দবাজার ডট কমকে তথাগত বললেন, “খুব কম জঙ্গল রয়েছে যেখানে ভাল ভাবে জীবজন্তুদের দেখা যায়। আমার আর আলোকবর্ষার ভাগ্য খুব ভাল যে, বাঘ দেখতে পেয়েছি। কারণ, এ ভাবে বাঘের দর্শন পাওয়া খুব কঠিন সেখানে।”
প্রেমিকা আলোকবর্ষার সঙ্গেও তথাগতর এটা প্রথম একসঙ্গে ভ্রমণ। তাঁরা এর আগে রাজ্যের বাইরে সে ভাবে ঘুরতে যাননি। সেটাও একটা অন্য অনুভূতি ছিল পরিচালকের কাছে। ভ্রমণের ক্ষেত্রে কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ কার সঙ্গে ভ্রমণে যাওয়া হচ্ছে। সমমনস্ক না হলে তা খুবই কঠিন। এর আগে নিজের প্রাক্তনের সঙ্গে অনেক বারই ঘুরতে গিয়েছেন তথাগত। আলোকবর্ষা ভ্রমণসঙ্গী হিসাবে কেমন? পরিচালক বললেন, “জীবনের বিভিন্ন পর্যায়ে যে সব মানুষের সঙ্গে আমি থেকেছি তাঁরা শুধু প্রেমিকা বা স্ত্রী নয়, সবচেয়ে প্রথম বন্ধু ছিল। এটা সত্যি, সমমনস্ক না হলে খুব অসুবিধা হয়। আলোকবর্ষার সঙ্গে ঘোরার সুবিধা হল ওর বয়স যেহেতু কম, ফলে উৎসাহ অনেক বেশি। তাই নতুন নতুন বিষয় অভিজ্ঞতা সঞ্চয় করতে ভালবাসে।”
এ ক্ষেত্রে আরও একটা মিল খুঁজে পেয়েছেন পরিচালক। তাই ঘুরতে গিয়ে তিনি উৎসাহ হারিয়ে ফেললেও আলোকবর্ষার উৎসাহ কখনও তাঁকে ঝিমিয়ে পড়তে দেয় না। তাই তো কাজিরাঙায় গিয়ে প্রেমিকাকে আরও যেন নতুন করে খুঁজে পেলেন তথাগত।